Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

জেলা বীজ ও সার মনিটরিং কমিটির বরাদ্দ অনুযায়ী নিবন্ধিত সারডিলারগনের মাধ্যমে নন-ইউরিয়া সার (টিএসপি, এমওপি ও ডিএপি) সরবরাহ করা হয়।

ক্র: নংসেবার নামসেবা প্রদান পদ্ধতিপ্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তি স্থানসেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতিসেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

১।বিএডিসি’র সার ডিলার ডিলার হিসাবে নিবন্ধন প্রদান

* নির্ধারিত ফর্মে আবেদন প্রাপ্তি।

* যাচাই বাছাই।

* লাইসেন্স প্রদান।

১। নির্ধারিত ফরমে আবেদন।

২। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশ সম্বলিত কার্য বিবরণী।

৩। ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।

৪। হালনাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি।

৫। আয়কর/ ভ্যাট প্রদানের সত্যায়িত কপি।

৬। বিএফএ/বীজ ডিলার এসোসিয়েশনের সদস্যভূক্তির সত্যায়িত কপি।

৭। গুদামসত্বের সত্যায়িত কপি।

২৫,০০০/- টাকা ডিডি/ পে-অর্ডার।৩০ কার্যদিবস।যুগ্ন পরিচালক (সার), বিএডিসি, জামালপুর।
২।বিভিন্ন প্রতিষ্ঠানের বিপরীতে বরাদ্দ অনুযায়ী নন-েইউরিয়া সার (টিএসপি, এমওপি ও ডিএপি) সার সরবরাহ।

ক) প্রস্কাব প্রাপ্তি।

খ) বরাদ্দপত্র জারী ও সার সরবরাহ।

প্রদত্ত বরাদ্দ অনুযায়ীভর্তুকিমূল্যমজুদ থাকা সাপেক্ষে ০৩ হতে ১০ কার্যদিবস।সহকারী পরিচালক (সার), বিএডিসি, মেলান্দহ, জামালপুর।
৩।কৃষি মন্ত্রণালয় হতে প্রদত্ত বরাদ্দ অনুযায়ী ডিলার পর্যায়ে নন- ইউরিয়া সার সরবরাহ।জেলা প্রশাসকের উপ-বরাদ্দ অনুযায়ী বিএডিসি’র সার বিক্রয় কেন্দ্রের মাধ্যমে। সরকার নির্ধারিত ভর্তুকিমূল্য।জরুরী ভিত্তিতে সেবা প্রদান।সহকারী পরিচালক (সার), বিএডিসি, মেলান্দহ, জামালপুর।